শিরোনাম
মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
মানববন্ধন করল ছাত্রলীগ

নির্বাচন চায় চাকসুও

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ডাকসু, রাকসুর নির্বাচনী প্রস্তুতি শুরুর পর নড়েচড়ে বসেছে চাকসু। ঐতিহ্যবাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও চলছে ছাত্রসংসদ নির্বাচনের আন্দোলন। নির্বাচনের দাবি তুলেছে বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনগুলো। আগামী ১ মাসের মধ্যে চাকসু নির্বাচন সম্পন্ন করার দাবি জানিয়েছে      চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ‘চাকসু আমার অধিকার, সে অধিকার ফেরত চাই’ এ স্লোগানকে সামনে রেখে গতকাল দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে চাকসু নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এ সময় নির্বাচনের জন্য প্রশাসনকে এক মাসের আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি। তাদের বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে তফসিল  ঘোষণা করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে চবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন বলেন, ২৮ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংসদকে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনৈতিক সুবিধার জন্য অচল করে রেখেছে। সিনেটে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি না থাকায় শিক্ষার্থীরা সব অধিকার থেকে বঞ্চিত। পর্যাপ্ত আবাসন ও যাতায়াত ব্যবস্থায় ত্রুটির কারণে অর্থনৈতিকভাবে পিছিয়ে চরম দুর্ভোগে শিক্ষার্থীরা। শাখা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক জাহেদুল আওয়ালের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সহসম্পাদক আজাদুর রহমান আজাদ, ছাত্রলীগ নেতা নাছির উদ্দীন মিশু ও তারেকুল ইসলাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর