মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও নিরাপত্তায় আন্তর্জাতিক উদ্যোগ চায় ইউনিসেফ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১১ লাখ রোহিঙ্গার মধ্যে পাঁচ লাখের বেশি শিশু। এসব শিশুর সার্বিক নিরাপত্তা ও হতাশ হওয়া থেকে রক্ষা করে তাদের শিক্ষার জন্য জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক উদ্যোগ চেয়েছে ইউনিসেফ। ইউনিসেফ বাংলাদেশের প্রধান এডুয়ার্ড বেগবেদার বলেন, কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে ঠাঁই পাওয়া এবং নতুন করে জন্ম নেওয়া এসব শিশুর অধিকাংশই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষার সীমিত সুযোগ এবং নিজেদের ঘরে ফিরতে পারবে কিনা সে বিষয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা শিশুরা একটি হতাশাব্যঞ্জক ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে।

এদিকে প্রতিবেদনে ইউনিসেফ জানিয়েছে, শিশুরা পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবার সংকটে রয়েছে। এখনই যদি আমরা শিক্ষায় বিনিয়োগ না করি, তাহলে রোহিঙ্গা শিশুদের একটি ‘অর্থহীন প্রজন্ম’ দেখতে হবে। সব রোহিঙ্গা শিশুর জন্য প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও প্রাথমিকোত্তর শিক্ষায় অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে ইউনিসেফ।

সর্বশেষ খবর