বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

খুলনায় ডিজিটাল আইনে মামলার শুনানি ২৮ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। গতকাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৩ এর বিচারক নয়ন বিশ্বাস এই দিন ধার্য করেন। এ সময় মামলায় অভিযুক্ত ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন পত্রিকার খুলনা প্রতিনিধি হেদায়েৎ হোসেন মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। তিনি জেলা ও দায়রা জজ আদালতের আদেশে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন। মামলার অপর অভিযুক্ত দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার  রাশিদুল ইসলাম আদালতে হাজির হননি। বিবাদী পক্ষের আইনজীবী মো. মাছুম বিল্লাহ জানান, মামলার নির্ধারিত শুনানির দিনে গতকাল দুই পক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন। বিচারক মামলার নথিপত্র দেখে আগামী ২৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন। উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগে খুলনার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বাদী হয়ে বটিয়াঘাটা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর