বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রিমান্ডে বিএনপি নেতা সোহেল

আদালত প্রতিবেদক

রাজধানীর শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির যুগ্মমহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে এক দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এ অনুমতি দেন।

এর আগে আসামিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। এ সময় সোহেলের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে এক দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন বিচারক।

রিমান্ড আবেদনে বলা হয়, ২০১৮ সালের ১৮ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে অবস্থান নেন সোহেলসহ অন্য আসামিরা। তারা বেআইনি সমাবেশ করে লাঠিসোঁটা, ইটপাটকেলসহ সরকারবিরোধী বিভিন্ন রকম স্লোগান দিতে থাকেন। এ ছাড়া জনসাধারণ ও যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টি করতে থাকেন। এ সময় পুলিশ সেখানে গেলে তাদের কর্তব্য পালনে বাধা প্রদান করেন আসামিরা। পুলিশ সদস্যের ওপর আক্রমণ করলে পুলিশ সদস্য আহত হন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পলাতক আসামিদের বর্তমান অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ, ইন্ধন ও মদদদাতাদের গ্রেফতার করার জন্য রিমান্ড প্রয়োজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর