বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এমপিদের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক

দশম জাতীয় সংসদ ভেঙে না দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের সংসদ সদস্য হিসেবে নেওয়া শপথের  বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপরে আজ আদেশ দেওয়া হবে। গতকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এই দিন ধার্য করে। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গত ৮ জানুয়ারি একই কারণে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিস দেওয়া হয়। ওই নোটিসে বলা হয়, সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদে সংসদ ভেঙে দিয়ে পুনরায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। কিন্তু সে অনুচ্ছেদ প্রতিপালন না করে পুনরায় সংসদ সদস্যরা শপথ নেওয়ায় বর্তমানে দুটি সংসদ বহাল রয়েছে, যা সংবিধান পরিপন্থী। কিন্তু সেই নোটিসের কোনো জবাব না পেয়ে হাই কোর্টে রিট করা হয়। এর আগে গত ৩ জানুয়ারি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্যদের শপথ পাঠ করান।

 

সর্বশেষ খবর