বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রেলের ৯ গুরুত্বপূর্ণ পদে রদবদল

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

নতুন সরকার ও রেলপথ মন্ত্রী দায়িত্ব নেওয়ার পর রেলওয়েকে আরও গতিশীল, যাত্রীসেবা নিশ্চিত ও কর্ম-তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে রেলওয়েতে ৯টি গুরুত্বপূর্ণ পদে রদবদল এসেছে। পরিবর্তন আসছে শীর্ষ পদসহ পূর্বাঞ্চল-পশ্চিমাঞ্চলেও। এসব গুরুত্বপূর্ণ পদের রদবদল নিয়েও উঠেছে নানাবিধ প্রশ্নও। এর আগে নতুন দায়িত্বপ্রাপ্ত রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন রেলওয়েতে অনিয়ম-দুর্নীতিরোধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। যাত্রীসেবা নিশ্চিত, চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করাসহ নানাবিধ কর্মকা  এগিয়ে নিতেও নির্দেশনা দিয়েছেন রেলপথমন্ত্রী। রেলওয়ে ভবনের সংস্থাপন-১ শাখার উপ-পরিচালক (ই-১) মো. হাসিবুল মাহমুদ স্বাক্ষরিত এক আদেশে জানা গেছে, পূর্বাঞ্চল রেলওয়েতে ৫টি গুরুত্বপূর্ণ ডেপুটি পদে রদবদলির প্রজ্ঞাপন জারি হয়েছে ১৫ জানুয়ারি মঙ্গলবার। অন্যদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন), পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম), সিওপিএস, সিসিএম, সিসিআরএনবি, রেক্টরসহ এডিশনাল ও ডেপুটি পদে বিভিন্ন দফতরের কর্মকর্তাদেরও বদলি হচ্ছে শিগগিরই। অনেকেই বদলি ঠেকাতেও লবিং-তদবিরও শুরু হয়েছে। এখানে পছন্দের অনেক কর্মকর্তাকে চেয়ারে বসাতে কৌশলী ভূমিকায়ও কাজ করছেন বলেও রেল অঙ্গনে আলোচনা ও গুঞ্জন রয়েছে। তাছাড়া সিসিআরএমবি, গৌতম কুন্ডুসহ অনেক চিহ্নিত কর্মকর্তার বিরুদ্ধে চলমান নিয়োগ বাণিজ্যসহ নানাবিধ অভিযোগও রয়েছে। এ নিয়েও চলছে ব্যাপক গুঞ্জন ও আলোচনা।

সর্বশেষ খবর