বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পুনঃনির্বাচন দাবিতে স্মারকলিপি ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৯৮ জন প্রার্থী নির্বাচনের ফলাফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গতকাল এ কর্মসূচি পালনের কথা থাকলেও পুলিশের বাধায় বিএমএ ভবনের সামনে প্রার্থীরা জমায়েত হয়। সেখান থেকে দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে স্মারকলিপি জমা দেন। রাষ্ট্রপতির পক্ষে প্রেসসচিব জয়নুল আবেদীন স্মারকলিপি গ্রহণ করেন। প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব  প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, নায়েবে আমির মাওলানা আবদুল হক আজাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, সহকারী মহাসচিব মাওলানা আবদুল কাদের ও শিল্প বিষয়ক সম্পাদক আলহাজ আবদুর রহমান। স্মারকলিপি কর্মসূচিতে বাধার প্রতিবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলের আমির পীর চরমোনাই। তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনকে প্রতারণা ও ধোকাবাজির নির্বাচনের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। পীর চরমোনাই জালিয়াতির নির্বাচনের ফলাফল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবি করেন। তিনি বলেন, এ নির্বাচন জনগণের সঙ্গে চরম ধোকা।

সর্বশেষ খবর