শিরোনাম
শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দালাল ও সিন্ডিকেটে জিম্মি রোগী

সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে দালাল ও ফার্মেসি ব্যবসায়ীদের সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়ছেন সিলেটের রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসকদের দেওয়া ব্যবস্থাপত্র কৌশলে হাতিয়ে নিয়ে রোগীদের জিম্মি করে ওষুধে আদায় করা হচ্ছে বাড়তি মূল্য। অনেক সময় চড়ামূল্যে রোগীদের দেওয়া হচ্ছে মেয়াদোত্তীর্ণ ওষুধ। ফলে রোগ নিরাময়ের পরিবর্তে এসব ওষুধ রোগীদের জন্য প্রাণঘাতী হয়ে দাঁড়িয়েছে। এসব অনৈতিক কাজের প্রতিবাদ করলে রোগী ও তাদের স্বজনদের আটকে রেখে মারধর করারও অভিযোগ পাওয়া গেছে দালাল ও ফার্মেসি ব্যবসায়ীদের বিরুদ্ধে। গতকাল ওসমানী হাসপাতাল রোডের ফার্মেসিগুলোতে অভিযানকালে রোগী জিম্মি করে এমন তুঘলকি কাে র প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানাও করা হয়।

সূত্র জানায়, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোডের ফার্মেসিগুলোতে ওষুধের মূল্য রাখা হয় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি। ভুক্তভোগীদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে গতকাল দুপুরে ওই এলাকার ফার্মেসিগুলোতে অভিযান চালায় র‌্যাব। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযানকালে ভুক্তভোগীদের অভিযোগের সত্যতাও পায় তারা। এ সময় বেশকিছু ফার্মেসিকে জরিমানা করা হয়।

সর্বশেষ খবর