শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

খুলনার রাষ্ট্রায়ত্ত ৯ মিলে কাঁচাপাট সংকট

উৎপাদন কমেছে ৭২ শতাংশ

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে দৈনিক গড়ে পাটপণ্য উৎপাদন হয় ২৭২ দশমিক ১৭ মেট্রিক টন। কিন্তু কাঁচাপাট সংকটে বর্তমানে পণ্য উৎপাদিত হচ্ছে ৭৫ দশমিক ১৩ মেট্রিক টন। ফলে মিলগুলোতে দৈনিক উৎপাদন কমেছে প্রায় ৭২ দশমিক ৩৯ শতাংশ। পাশাপাশি এসব পাটকলে ৩ হাজার ৬৫০টি তাঁতপণ্য উৎপাদনে ব্যবহৃত হতো। কিন্তু বর্তমানে চালু রয়েছে ২ হাজার ৯৯টি তাঁত। যা লক্ষ্যমাত্রার ৫৭ শতাংশ। ফলে মিলগুলোর প্রায় ৪৭ শতাংশ শ্রমিক কর্মহীন হয়ে রয়েছে। জানা যায়, খুলনাঞ্চলে রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ণ, আলীম, জে জে আই ও কার্পেটিং এই ৯টি পাটকল রয়েছে। চলতি অর্থবছরে কাঁচামাল হিসেবে মিলগুলোতে পাট কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৭ লাখ ৪৮ হাজার ৫৯৬ কুইন্টাল। কিন্তু গত ছয় মাসে কেনা হয়েছে মাত্র ১ লাখ ৩৪ হাজার ৭৪৭ কুইন্টাল। যা লক্ষ্যমাত্রার মাত্র ১৮ শতাংশ। বর্তমানে অর্থাভাবে চাহিদামতো কাঁচাপাট ক্রয় সম্ভব হচ্ছে না। সম্ভব হচ্ছে না লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদনও। বিজেএমসি’র আঞ্চলিক সমন্বয় কর্মকর্তা শেখ রহমত উল্লাহ জানান, অর্থের অভাবে প্রয়োজনীয় পাট ক্রয় করা সম্ভব হচ্ছে না। তবে গত বুধবার প্রায় ২ হাজার ২৩০ মেট্রিক টন পাটপণ্য বিক্রি করা সম্ভব হয়েছে। এ খাতে পাওয়া ১৭ কোটি টাকা ৮টি মিলকে দেওয়া হচ্ছে। এতে কাঁচাপাট কিনে সাময়িক সময়ের জন্য মিলগুলোকে সচল রাখা যাবে।

সর্বশেষ খবর