শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জাবিতে ক্লাস নিলেন তথ্যমন্ত্রী

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশবিজ্ঞান বিভাগে ক্লাস নিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। খ-কালীন শিক্ষক হিসেবে এই বিভাগে একটি কোর্সের ক্লাস নেন তিনি। গতকাল ছিল মাস্টার্সের শিক্ষার্থীদের সঙ্গে ‘গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ’ নামক এ কোর্সটির শেষ ক্লাস। ক্লাস নিতে বিকাল ৪টায় ক্যাম্পাসে আসেন মন্ত্রী। বিকাল সোয়া ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্লাস নেন তিনি। তথ্যমন্ত্রী ক্যাম্পাসে এলে আওয়ামী লীগের নেতা-কর্মী ও প্রশাসনের ব্যক্তিরা কথা বলতে আসেন। কিন্তু তিনি তাদের সময় না দিয়ে ক্লাসে ঢুকে যান। কথা বলার জন্য মন্ত্রীর অফিস কিংবা বাসায় যেতে বলেন তাদের। বিভাগীয় সূত্রে জানা গেছে, খ-কালীন শিক্ষক হিসেবে মন্ত্রী নিয়মানুযায়ী প্রতি কোর্সের জন্য এক হাজার টাকা করে পাবেন। জাহাঙ্গীরনগরে এ পর্যন্ত মোট পাঁচ দিন ক্লাস নিয়েছেন ড. হাছান মাহমুদ। বিভাগটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া বলেন, ‘মন্ত্রী মহোদয় এত দিন খ-কালীন শিক্ষক হিসেবে ক্লাস নিয়েছেন। তার ব্যস্ততা এখন বেড়ে গেছে। সামনে যদি সেভাবে ক্লাস নিতে না পারেন তাহলে তাকে আমরা মাঝে মাঝে অতিথি শিক্ষক হিসেবে নিয়ে আসব।’ মন্ত্রীর ক্লাস প্রাণবন্ত ও উপভোগ্য ছিল বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে পরিবেশবিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিজ বিষয়ে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন ড. হাছান মাহমুদ।

 শিক্ষাজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। বেলজিয়াম ব্রিজ ইউনিভার্সিটি অব ব্রাসেলস থেকে ‘হিউম্যান ইকোলজি’ ও ইউনিভার্সিটি অব লিবহা দু ব্রাসেলস থেকে ‘আন্তর্জাতিক রাজনীতি’ বিষয়ে মাস্টার্স করেন। এরপর পরিবেশ রসায়ন বিষয়ে বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন। শিক্ষাজীবন শেষ করে ব্রাসেলসের ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে ভিজিটিং ফেলো এবং একাডেমিক বোর্ড মেম্বার হিসেবে মনোনীত হন তিনি।

সর্বশেষ খবর