শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
আতিয়া মহলের মামলা

সিলেটে জঙ্গি মর্জিনার বোনসহ ৩ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ীতে আলোচিত আতিয়া মহল জঙ্গি আস্তানায় নিহত মর্জিনা বেগম ওরফে মার্জিয়ার বোন আর্জিনা বেগমসহ তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সিলেট মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তাদের রিমান্ড মঞ্জুর করেন। এরা হলেন - আর্জিনা বেগম, তার স্বামী জসিম উদ্দিন ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মো. হাসান। অন্য একটি মামলায় কারান্তরিন এ তিনজনকে আতিয়া মহলের জঙ্গিবিরোধী অভিযানের পর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বুধবার শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছিল। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে।

মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী জানান, গতকাল এ তিন আসামিকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করে। ২০১৭ সালের ২৩ মার্চ দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকার আতিয়া মহলে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। পরে সেখানে চূড়ান্ত অভিযান চালান সেনাবাহিনীর প্যারাকমান্ডোরা। ‘অপারেশন টোয়াইলাইট’ নামক দীর্ঘ সময়ের জঙ্গিবিরোধী ওই অভিযানে আস্তানার ভিতরই নিহত হন জঙ্গি মর্জিনাসহ চারজন। আতিয়া মহলের বাইরে বোমা হামলায় র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সাতজন নিহত হন।

 

সর্বশেষ খবর