শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে হাইটেক পার্কের জমি পরিদর্শন প্রযুক্তিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের চান্দগাঁও বিসিক শিল্প এলাকার এফআইডিসি রোডসংলগ্ন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রস্তাবিত হাইটেক পার্ক জমি পরিদর্শন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। গতকাল সকালে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘চট্টগ্রামের সীতাকু-, বহদ্দারহাট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাইটেক পার্ক নির্মাণ হবে। এর মাধ্যমে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে আইসিটি বিশ্বে বাংলাদেশের আয় বাড়ার সুযোগও তৈরি হবে।’

 চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘হাইটেক পার্কের জন্য চসিকের নিজস্ব জমি পার্ক কর্তৃপক্ষকে দেওয়া হচ্ছে। এ ছাড়া আগ্রাবাদে চসিকের নিজস্ব একটি মার্কেট ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হচ্ছে। যেখানে ষষ্ঠ থেকে দশম তলা পর্যন্ত ফ্লোরে হাইটেক পার্ক নির্মাণ করবে কর্তৃপক্ষ।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর