সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জাতিসংঘের বিশেষ দূত বাংলাদেশে

কূটনৈতিক প্রতিবেদক

জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ও মানবাধিকার বিষয়ক র‌্যাপোর্টিয়ার ইয়াং লি ছয় দিনের সফরে গতকাল ঢাকা এসেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো ও পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা। রোহিঙ্গা সংকট নিয়ে ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে তিনি থাইল্যান্ড থেকে   বাংলাদেশে এলেন। সফরে বাংলাদেশ সরকার ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ছাড়াও অধ্যাপক লি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। বাংলাদেশে আসার আগে তার মিয়ানমারের রাখাইনে যাওয়ার ইচ্ছা থাকলেও মিয়ানমার সরকার অনুমতি দেয়নি। তবে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে থাইল্যান্ডের ব্যাংককে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীসহ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ইয়াং লি। আগামী ২৪ জানুয়ারি বাংলাদেশ ছাড়ার আগে ঢাকা থেকেই রোহিঙ্গা পরিস্থিতির সর্বশেষ অবস্থা সম্পর্কে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে তিনি বিশ্ববাসীকে জানাবেন।

সর্বশেষ খবর