সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নত সেবা দিতে হবে

------------------------ ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে বর্তমান আর্থিক কাঠামোর মধ্যে নিয়ে এসে তাদের আরও উন্নত সেবা প্রদান করার লক্ষ্যে কাজ করে যেতে হবে। আর এই সেবা প্রদানে যেসব প্রতিষ্ঠান কাজ করবে তাদের জন্য আরও সুযোগ সৃষ্টি করতে হবে। গতকাল ঢাকার গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সে অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের ওপর দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রফেসর ইউনূস। এ সময় তিনি এশিয়ান ফিনানশিয়াল কোঅপারেশন অ্যাসোসিয়েশনে (এএফসিএ) অন্তর্ভুক্তিমূলক  অর্থায়নের জন্য একটি শক্তিশালী শাখা সৃষ্টির ধারণাকে অভিনন্দন জানান। তিনি বলেন, এই শাখাটির কাজ হবে এশিয়ার অর্থায়ন খাতের নেতৃবৃন্দ ও সামাজিক ব্যবসা উদ্যোক্তাদের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গড়ে তোলা, যেখানে তারা অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন এবং এ এলাকায় পরিচালিত অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন কর্মসূচিগুলোকে শক্তিশালী করবেন। ইনক্লুসিভ ফাইনান্স কো-অপারেশন কমিটি (আইএফসিসি) গঠনের লক্ষ্যে গ্রামীণ ট্রাস্ট, এএফসিএ, চীন এবং গ্রামীণ চায়নার সহ-আয়োজনে অনুষ্ঠিত হলো এই সম্মেলন। এএফসিএর সেক্রেটারি জেনারেল (প্রধান নির্বাহী) ইয়াং জাইপিং সম্মেলনে আগত সদস্য ও অংশগ্রহণকারীদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন। চীন থেকে আগত ৬০ জনের প্রতিনিধি দল ছাড়াও সম্মেলনে যোগ দেন মালয়েশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা ও আলবুখারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাইয়েদ মোখতার আলবুখারী।

 

সর্বশেষ খবর