Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২১ জানুয়ারি, ২০১৯ ২৩:১০

রাজনৈতিক সম্পর্ক

পররাষ্ট্র সচিব আজ যুক্তরাষ্ট্র যাচ্ছেন

কূটনৈতিক প্রতিবেদক

পররাষ্ট্র সচিব আজ যুক্তরাষ্ট্র যাচ্ছেন

রাজনৈতিক সম্পর্ক ইস্যুতে আলোচনা ও বৈঠকের জন্য আজ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন যাচ্ছেন পররাষ্ট্র সচিব শহিদুল হক। বাংলাদেশ সময় অনুসারে আগামী বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ডেভিড হ্যালের সঙ্গে তার বৈঠক হবে। সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচন, রোহিঙ্গা ইস্যু, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা এবং ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে মূলত বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে। পররাষ্ট্র সচিব জেদ্দায় ওআইসি সিনিয়র অফিসিয়াল মিটিংয়ে অংশ নিয়ে সৌদি আরব থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হবেন। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপসহকারী লিসা কার্টিস ও মার্কিন পররাষ্ট্র দফতরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ডেভিল হিলের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক নির্ধারিত রয়েছে।


আপনার মন্তব্য

এই পাতার আরো খবর