মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামের চার মন্ত্রীসহ এমপিদের সংবর্ধনা দেবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের সবকটিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ তথা জোটের প্রার্থীরা। আওয়ামী লীগ সরকার গঠনের পর মন্ত্রিপরিষদেও চট্টগ্রামের চারজন এমপি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও উপ-মন্ত্রীর দায়িত্ব পান। চারজন মন্ত্রীসহ নবনির্বাচিত এমপিদের ২৯ জানুয়ারি লালদীঘির মাঠে সংবর্ধনার আয়োজন করেছে মহানগর, উত্তর, দক্ষিণ জেলা আওয়ামী লীগ। এ ছাড়া ৩১ জানুয়ারি বিকাল ৩টায় লালদীঘি ময়দানে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী

প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলীয় সূত্রে জানা গেছে, মন্ত্রিসভায় স্থান পাওয়া তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ নব-নির্বাচিত এমপিদের সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ। এ ছাড়া দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভাও করবে আওয়ামী লীগ। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা বেগবান করতে দলীয় সংহতি ও ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে ওয়ার্ড, থানা ও উপজেলার আওতাধীন ইউনিয়ন কমিটিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সংসদ নির্বাচনে মহানগরের আসনসহ ১৬টি আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ায় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ২৯ জানুয়ারি লালদীঘি মাঠে ৪ জন মন্ত্রীসহ সংসদ সদস্যদের সংবর্ধনা ও ৩১ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত  সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত হবে। এ নিয়ে নগর আওয়ামী লীগের বর্ধিত সভা করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম বলেন, মন্ত্রী ও নব-নির্বাচিত এমপিদের সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে জেলার নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা ও স্ব স্ব উপজেলায় নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর