মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আবদুল জলিলের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক

আবদুল জলিলের জন্মদিন পালিত

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী প্রয়াত আবদুল জলিলের ৮০তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল গুলশানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অস্থায়ী কার্যালয়ে প্রয়াত আবদুল জলিলের জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এক আলোচনা সভার আয়োজন করে। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সাবেক এমপি ও চিত্রনায়িকা সারাহ বেগম কবরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি অভিনেতা এ টি এম শামসুজ্জামান, উপদেষ্টা সৈয়দ হাসান ইমাম, চিত্রনায়িকা শাহানুর, চিত্রনায়িকা ফারহানা আমিন নুতন, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অরুনা বিশ্বাস প্রমুখ। কবরী বলেন, আবদুল জলিল ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিক। লোভ-লালসার কাছে কখনো তিনি মাথা নত করেননি। তিনি ছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীদের আপনজন। তৃণমূল কর্মীদের তিনি ভালোবাসতেন। তার মতো নির্লোভ, সৎ, আদর্শবান রাজনীতিকের অভাব আমরা অনুভব করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর