মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এনটিআরসিএর চেয়ারম্যানের বিরুদ্ধে অবমাননার রুল

নিজস্ব প্রতিবেদক

আদালতের আদেশের পরেও বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৫৪ জন আবেদনকারীকে নিয়োগ না দেওয়ায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আশিকুর রহমান। এর আগে নিয়োগবঞ্চিত ১৮৮ জনের আবেদনের শুনানি নিয়ে তাদের নিয়োগ দিতে ২০১৭ সালের ১৪ ডিসেম্বর রায় দেয় হাই কোর্ট। কিন্তু আদালতের সে রায় সত্ত্বেও পুরাতনদের নিয়োগ না দিয়ে নতুন করে শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও অন্যদের নিয়োগ দেওয়ার প্রেক্ষাপটে আগের নিয়োগবঞ্চিত ১৮৮ জন আবেদনকারীর মধ্যে ৫৪ জন হাই কোর্টে আদালত অবমাননার মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর