বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নকল অস্ত্রে আসল ছিনতাই

সিলেটে অভিযানে নেমেছে পুলিশ

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেট নগরীর সুবিদবাজারের বাসা থেকে রিকশাযোগে কর্মস্থলে যাচ্ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার যুগ্ম পরিচালক লিলি রানী দেবী। ব্যাংকের পাশের তালতলার হোটেল সুফিয়ার কাছে যাওয়ার পর মোটরসাইকেলে এসে দুই যুবক গতিরোধ করে তার। এরপর অস্ত্র ঠেকিয়ে ছিনিয়ে নেয় সোনার চেইন। ছিনতাইয়ের এ ঘটনা ঘটে গত রবিবার। একইভাবে ১৫ জানুয়ারি সকালে টিলাগড় মাদানী ঈদগাহর কাছে অস্ত্রের ভয় দেখিয়ে সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের দুই ছাত্রীর কাছ থেকে হাতব্যাগ, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। চলতি মাসে শুধু এই দুটি নয়, সিলেট নগরীতে অন্তত ১০টি ছিনতাইর ঘটনা ঘটেছে। হঠাৎ করে ছিনতাই বৃদ্ধি ও ছিনতাইকালে অস্ত্রের ব্যবহার নিয়ে উদ্বিঘ্ন হয়ে পড়েছে পুলিশ। ছিনতাইরোধে অভিযান চালানোর পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। গোয়েন্দা সূত্রে পুলিশ নিশ্চিত হয়েছে ছিনতাইকালে ব্যবহৃত এসব আগ্নেয়াস্ত্রের বেশির ভাগই ‘নকল অস্ত্র’। এসব ‘নকল অস্ত্র’ মাথায় ও গলায় ঠেকিয়ে নির্বিঘ্নে ছিনতাই করে পালিয়ে যায় ওরা। নগরীর বিভিন্ন মার্কেটে প্রকাশ্যে এসব ‘নকল অস্ত্র’ বিক্রি হওয়ায় ছিনতাইকারীরা খুব সহজেই সংগ্রহ করে নিচ্ছে এগুলো। ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্র সম্পর্কে এমন তথ্য পাওয়ার পর বিশেষ অভিযানে নেমেছে সিলেট মহানগর পুলিশ। গতকাল সিলেট নগরীর জিন্দাবাজারের আল-হামরা শপিং সিটিতে অভিযান চালায় পুলিশ। এ সময় মার্কেটের নিচতলার স্মাইলি ফ্যাশন নামক দোকান থেকে ছয়টি ‘খেলনা পিস্তল’ ও বিপুল পরিমাণ ছোরা উদ্ধার করা হয়। পুলিশের দাবি সম্প্রতি নগরীতে সংঘটিত ছিনতাই কাজে এসব ‘খেলনা অস্ত্র’ ও ছোরার ব্যবহার করেছে ছিনতাইকারীরা। সহজলভ্য হওয়ায় ছিনতাইকারীরা এগুলো দিয়ে নির্বিঘ্নে ছিনতাই করছে। এ ছাড়া ‘নকল অস্ত্র’ হওয়ায় এসব অস্ত্রসহ ছিনতাইকারী আটক হলেও তারা সহজে জামিনে বের হয়ে যায়।

 সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, ভোরে ও রাতে যেসব ছিনতাইয়ের ঘটনা ঘটছে সেসব ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলোর বেশির ভাগই ‘ডামি’।  এমন তথ্য পাওয়ার পর আমরা ‘নকল অস্ত্রের’ বিরুদ্ধে অভিযানে নেমেছি। নগরীর সবকটি মার্কেটে এই অভিযান চালানো হবে। পাশাপাশি ছিনতাই প্রতিরোধ ও ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর