বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বৃক্ষমানবের চিকিৎসায় মেডিকেল বোর্ড

নিজস্ব প্রতিবেদক

বৃক্ষমানবের চিকিৎসায় মেডিকেল বোর্ড

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি বৃক্ষমানব আবুল বাজানদারের চিকিৎসার জন্য ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ড তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করবে। এরপর তার অস্ত্রোপচার করা হবে। সোমবার পুনরায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন আবুল বাজানদার। তিনি ষষ্ঠ তলার একটি কেবিনে আছেন।

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আবুলের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। আগামী শনিবার পরীক্ষা-নিরীক্ষা শেষে তার অস্ত্রোপচার করা হবে। বিদেশে চিকিৎসা করানোর বিষয়ে আবুলের ইচ্ছা প্রসঙ্গে তিনি বলেন, তার চিকিৎসা আমরাই করব। অধ্যাপক ডা. আবুল কালামকে প্রধান করে নয় সদস্যের মেডিকেল বোর্ডের অন্যরা হলেন- অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ, ডা. সামন্ত লাল সেন, অধ্যাপক ডা. মো. সাজ্জাদ খোন্দকার, অধ্যাপক ডা. রায়হানা আউয়াল, অধ্যাপক ডা. রাশেদ মোহাম্মদ খান, অধ্যাপক ডা. মুহাম্মদ নওয়াজেস খান, ডা. লুৎফর কাদের লেনিন ও অধ্যাপক ডা. এসএম খোদেজা নাহার বেগম।

সর্বশেষ খবর