বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

তিন সন্দেহভাজন তিন দিনের রিমান্ডে

এটিএম বুথের নিরাপত্তাকর্মী খুন

নিজস্ব প্রতিবেদক

তিন সন্দেহভাজন তিন দিনের রিমান্ডে

রাজধানীর বারিধারায় এটিএম বুথের নিরাপত্তাকর্মী শামীম হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত শামীমের বাবা নজরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে গত সোমবার রাতে খিলবাড়ীরটেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল আদালতের নির্দেশে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে। ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, শামীম এলিট নামের যে বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানে চাকরি করতেন,  গ্রেফতার তিনজনও সেখানকার মাঝারি পর্যায়ের কর্মকর্তা। তারা হলেন- আবদুর রহিম (২৩), শাহিন আলম (৩৮) এবং রাজিব (৩০)। শামীমসহ এদের সবাই কুড়িগ্রামের ফুলবাড়ীর বাসিন্দা। শামীমের বাবার অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে। হত্যার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, শামীমের চাকরির সময় ফারুক সহযোগিতা করেছিল। এ কারণে শামীমের কাছ থেকে অনেকটা জোর করেই  মোবাইল ফোন হাতিয়ে নেয় ফারুক। এ বিষয়টি নিয়ে একদিন আগে শামীম ও ফারুকের মধ্যে বিতন্ডা হয়।

সর্বশেষ খবর