শুক্রবার, ২৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আইসিসিবিতে তিন আন্তর্জাতিক প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

আইসিসিবিতে তিন আন্তর্জাতিক প্রদর্শনী

দেশি-বিদেশি দর্শনার্থীতে মুখরিত রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে টেক্সটাইল ও গার্মেন্ট শিল্পের তিন আন্তর্জাতিক প্রদর্শনী। এতে ২২টি দেশের ৩৭০টি প্রতিষ্ঠান তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে একই ছাদের নিচে। প্রদর্শনীতে টেক্সটাইল ও গার্মেন্ট খাতের নিত্যনতুন প্রযুক্তি, সর্বশেষ উদ্ভাবনী কাঁচামাল, সুতা, ডেনিম, নিটেড ফেব্রিক্স, ফ্লিস­ ইয়ার্ন অ্যান্ড ফাইবার, রং ও রাসায়নিক দ্রব্যাদি প্রদর্শন করা হচ্ছে। চার দিনব্যাপী প্রদর্শনী তিনটি চলবে আগামী শনিবার পর্যন্ত। গতকাল প্রদর্শনীর দ্বিতীয় দিনে দেখা গেছে, লাইনে দাঁড়িয়ে নাম নিবন্ধন করে দর্শনার্থীরা মেলায় প্রবেশ করছেন। আগতদের একটি উল্লেখযোগ্য অংশই বিদেশি। অধিকাংশ দর্শনার্থী টেক্সটাইল ও গার্মেন্ট-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি। তারা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পণ্য দেখছেন এবং তথ্য সংগ্রহ করছেন। এ ছাড়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের অনেক শিক্ষার্থীকে প্রদর্শনী ঘুরে বিভিন্ন পণ্যের তথ্য সংগ্রহ করতে দেখা গেছে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য দেখার পাশাপাশি লিফলেট সংগ্রহ করছিলেন মুতিসা ক্লদিংস লিমিটেডের মার্চেন্ডাইজিং এক্সিকিউটিভ সাইফুল মালেক খান। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘মেলায় আমাদেরও স্টল আছে। আমরা বিশ্বখ্যাত ব্র্যান্ড হুগো বসের পোশাক তৈরির জন্য চীনের লুথাই টেক্সটাইল থেকে ফেব্রিক আমদানি করি। যে ফেব্রিক লুথাই তৈরি করে না সেগুলো অন্য প্রতিষ্ঠান থেকে আউটসোর্সিং করি। কারা কম দামে ভালো ফেব্রিক দিতে পারে সেটা জানতেই মেলা ঘুরে দেখছি।’ প্রদর্শনীর আয়োজক সংস্থা সেমস্ গ্লোবালের এক কর্মকর্তা বলেন, বিজনেস টু বিজনেস ক্যাটাগরিতে আয়োজিত এ প্রদর্শনীগুলোর অধিকাংশ দর্শনার্থীই বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি অথবা মালিকপক্ষ। এজন্য প্রত্যেকেই বলা যায় ক্রেতা-বিক্রেতা। এবারের প্রদর্শনীতে ২০ হাজার দর্শনার্থী আসবেন বলে ধারণা করা হচ্ছে। ‘১৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’, ‘৩৫তম ডাই প্লাস ক্যাম বাংলাদেশ এক্সপো’ এবং ‘তৃতীয় ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো’ নামের প্রদর্শনী তিনটি প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর