বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
মুন গ্রুপের জমি নিষ্কণ্টক

প্রতারক জয়নাল ও গনিকে হাই কোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক

আদালতের আদেশ অমান্য করায় মুন গ্রুপের জমির মালিকানা দাবিকারী প্রতারক জয়নাল আবদিন ও তার ছেলে আবদুল গনিকে তলব করেছে হাই কোর্ট। আগামী ১১ ফেব্রুয়ারি তাদের সশরীরে হাজির হয়ে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে আদেশে। রবিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত অবমাননা সংক্রান্ত রুলের জবাব না দেওয়ায় এই দুই প্রতারককে তলবের নতুন এ আদেশ দিলেন হাই কোর্ট। আদালতে মুন গ্রুপের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. হুমায়ুন বাসার। পরে তিনি জানান, মুন গ্রুপের মালিকানাধীন রাজধানীর পাইকপাড়া মৌজার  (৫৫৫ নং দাগের) ১.৩৬ শতাংশ জমি নিজেদের দাবি করে ঢাকার দ্বিতীয় সহকারী জজ আদালতে দুটি মামলা করেন জয়নাল আবদিন ও তার ছেলে আবদুল গনি। তবে আদালতের নির্দেশের পরও জমির মূল কাগজপত্র দাখিল না করায় আদালত মামলা দুটি খারিজ করে দেন। তিনি আরও বলেন, হাই কোর্টের নির্দেশের পরও মূল দলিল ও অন্যান্য কাগজপত্র দাখিল না করায় গত বছর ৪ এপ্রিল আদালত অবমাননার রুল জারি করে উচ্চ আদালত। দুই প্রতারক এই রুলের জবাব না দেওয়ায় তাদের তলব করে গত রবিবার নতুন এ আদেশ দিয়েছে হাই কোর্ট। ফলে মুন গ্রুপের ওই জমি সম্পূর্ণ নিষ্কণ্টক বলেই প্রমাণিত হয়।

সর্বশেষ খবর