বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মধ্যম আয় নিশ্চিত করতে কৃষি জমি রক্ষা জরুরি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে কৃষি জমি রক্ষা করতে হবে। কৃষকদের হাতে পর্যাপ্ত অর্থ থাকার ব্যবস্থা করতে হবে। কৃষকদের হাতে অর্থ না থাকলে স্থানীয় বাজার কখনো চাঙ্গা হবে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল  হোসেন মানিক মিয়া হলে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) আয়োজনে ‘কৃষি জমি সুরক্ষা : সুনির্দিষ্ট আইন প্রণয়ন ও বাস্তবায়নের অপরিহার্যতা’ শীর্ষক  গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা।

অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক বিচারপতি নিজামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমএম আকাশ, সাংবাদিক আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবাধিকারকর্মী খুশি কবীর। বক্তারা বলেন, চালের দাম বাড়লে কখনই শ্রম মজুরি কমানো যাবে না। দেশের কৃষি জমি এবং কৃষকদের বাঁচাতে হলে অবশ্যই আইন পাস করাতে হবে। তারা বলেন, কৃষি জমি নিয়ে সরকারের কাছে যে সব আপত্তি-অভিযোগ আছে, তা ভালোভাবে খতিয়ে দেখে একটি আইন পাস করা দরকার। কারণ আইন না থাকলে কৃষি জমি বাঁচানো সম্ভব নয়। কৃষি জমি যারা নষ্ট করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা  নেওয়া জরুরি। খুশি কবীর বলেন, কৃষি জমি অকৃষি খাতে চলে যাচ্ছে। দেশের স্বার্থে কৃষি জমি সুরক্ষা নিশ্চিত করতে হবে। ভূমি ব্যবহার আইন প্রণয়নের ক্ষেত্রে কৃষকসহ সবার মতামত নেওয়া ও আইনে তার প্রতিফলন থাকতে হবে। আলোচনা সভায় কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম, এএলআরডির পরিচালক কে মাসুদ আলী প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর