শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ কমানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোকে খেলাপি ঋণ কমানোসহ কমপ্লায়েন্স প্রতিষ্ঠা করতে বলেছে অর্থ মন্ত্রণালয়। গতকাল অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে ‘বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি’র অগ্রগতি বিষয়ে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকসূত্রে এসব তথ্য জানা গেছে। আর্থিক বিভাগসূত্রে জানা গেছে, বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিতে চলতি ২০১৮-১৯ অর্থবছওে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বিডিবিএল ব্যাংককে খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ৩ হাজার ৮০ কোটি টাকা। আর অবলোপনকৃত ঋণ থেকে আদায় করতে হবে আরও ৫৫৫ কোটি টাকা। সব মিলিয়ে চলতি অর্থবছরে রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংককে মোট খেলাপি ঋণ থেকে আদায় করতে হবে ৩ হাজার ৬৩৫ কোটি টাকা। কিন্তু লক্ষ্যমাত্রার বিপরীতে অর্থবছরের প্রথম তিন মাসে ব্যাংকগুলো আদায় করেছে ৪৩৪ কোটি ৫৫ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর