রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ঘুরে দাঁড়াতে চায় খুলনা বিএনপি

কর্মপরিকল্পনা নির্ধারণে ১০ জেলার বৈঠক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

একাদশ সংসদ নির্বাচনের ফলাফলে হতাশ না হয়ে খুলনার মাঠপর্যায়ে আবারও ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। দলের সিনিয়র নেতাদের মতে, ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু রাজনীতি থেকে বিএনপিকে বিনাশ করা যাবে না। জনগণের প্রয়োজনেই বিএনপি রাজপথে টিকে থাকবে। আর খুলনা বিভাগের ১০ জেলার নেতৃবৃন্দের বৈঠক থেকে সেই প্রক্রিয়াই শুরু হয়েছে। 

গতকাল খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে ‘জাতীয় নির্বাচন ২০১৮ : অভিজ্ঞতা পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। জাতীয়তাবাদী দল বিএনপি, খুলনা বিভাগ এ বৈঠকের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। বৈঠকে মোহাম্মদ শাহজাহান বলেন, সংসদ নির্বাচনের ফলাফলে বিএনপির হতাশার কিছু নেই। কারণ সব রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে আওয়ামী লীগ ভোট ডাকাতির নির্বাচন করেছে। এজন্য সরকারকেই মহাবিপর্যয়ের সম্মুখীন হতে হবে। জানা যায়, একাদশ সংসদ নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ায় ক্ষতিগ্রস্ত তৃণমূল নেতা-কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য দেশের প্রতিটি বিভাগে সাংগঠনিক সফরের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দলের নির্বাহী কমিটিতে খুলনা বিভাগের নেতৃবৃন্দ, বিভাগের ১০ জেলা ও এক মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, বিভাগের ৩৬টি আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা উপস্থিত ছিলেন। বিএনপির নির্যাতিত নেতা-কর্মীরা নির্বাচনকালীন সময়ে তাদের ওপর নির্যাতনের চিত্র ও নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার ঘটনা বর্ণনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান, উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, অধ্যাপক সোহরাবউদ্দিন, প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, এসএম শফিকুল আলম মনা।

সর্বশেষ খবর