রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরা সিমেন্টের শীত উৎসব

ময়মনসিংহ প্রতিনিধি

বসুন্ধরা সিমেন্টের শীত উৎসব

ময়মনসিংহে বসুন্ধরা সিমেন্টের শীত উৎসবের র্যাফেল ড্রতে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও পরিচালক সাবরিনা সোবহান -বাংলাদেশ প্রতিদিন

দেশের স্বনামধন্য ও বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে গতকাল ময়মনসিংহে শীত উৎসবে অন্যরকম দিন কাটালেন পরিবেশক ও তাদের পরিবারবর্গ। পুরো দিনই তারা বিভিন্ন অনুষ্ঠানে মেতে ছিলেন। গ্রামীণ খেলা হাঁড়িভাঙা, মোরগ লড়াই, বালিশ খেলা, বাচ্চাদের বিস্কুট দৌড়ের মতো নানা খেলা অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্রতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং পরিচালক সাবরিনা সোবহান আনভীর। জেলার চর জেলখানা এলাকার ইস্টার্ন হ্যারিটেজ রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল ও গাজীপুরের পরিবেশক ও তাদের পরিবার অংশ নেন। দুপুরে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং পরিচালক সাবরিনা সোবহান আনভীর হেলিকপ্টার থেকে অনুষ্ঠানস্থলে নামলে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্যে সিমেন্ট সেক্টরের সিএমও খন্দকার কিংশুক হোসেন বলেন, বসুন্ধরা সিমেন্টের পরিবেশকরা বসুন্ধরা পরিবারেরই অংশ। তাঁদের নিয়ে আনন্দঘন পরিবেশে একটি দিন কাটানোর জন্যই আজকের এই উৎসবের আয়োজন। এর মধ্য দিয়ে বসুন্ধরা গ্রুপের সঙ্গে তাঁদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। সিএফও তোফায়েল হোসেন বলেন, আমরা সবাই একসঙ্গে এই বন্ধনের মতোই বসুন্ধরা সিমেন্টকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে চাই যেখানে এই বন্ধনের সামনে অন্য কোনো বন্ধন টিকবে না।

সর্বশেষ খবর