রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে

-আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সবার জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে। এ সুযোগ সৃষ্টি করা আমাদের জাতীয় কর্তব্য। তবে সরকারের একার পক্ষে এ বিশাল দায়িত্ব পালন করা কঠিন, তাই সব বেসরকারি প্রতিষ্ঠান, এমনকি ব্যক্তি বিশেষকে এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে।  গতকাল রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে চাই এবং এটি করতে হলে সবচেয়ে বড় যে জিনিস প্রয়োজন হবে, সেটা হলো মানসম্পন্ন শিক্ষা। প্রতিযোগিতামূলক বিশ্বে বেঁচে থাকতে হলে এই শিক্ষা দিয়েই আমাদের বেঁচে থাকতে হবে। সে জন্যই আমরা শিক্ষার ওপর জোর দিয়েছি।

মন্ত্রী বলেন, যুগোপযোগী ও মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা ছাড়া সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব নয়। তাই শেখ হাসিনার সরকার সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য শিক্ষাকে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনায় নিয়েছে। এ জন্য বিনামূল্যে শিক্ষার্থীদের বছর শুরুর দিনেই পাঠ্যপুস্তক বিতরণ, যুগোপযোগী ও মুক্তিযুদ্ধের চেতনার আলোকে সিলেবাস প্রণয়ন, ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান, দেশে ও বিদেশে ফেলোশিপ প্রদান, শিক্ষা ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, শিক্ষক প্রশিক্ষণ, কারিগরি শিক্ষার প্রসার, মাদ্রাসা শিক্ষা আধুনিকায়ন প্রভৃতি কর্মকাণ্ড চালিয়ে যাওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর