সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা

পিআইআরএফকে মানুষের ভোগান্তি দূর করার জন্য ভূমিকা রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক

পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন রিপোর্টার্স ফোরামের (পিআইআরএফ) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, মানুষের ভোগান্তি দূর করার জন্য পিআইআরএফকে প্রয়োজনীয় ভূমিকা পালন করতে হবে। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি আছাদুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। প্রধান আলোচক ছিলেন ভোরের কাগজ সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শ্যামল দত্ত। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কবির আহম্মেদ খান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি কবীর চৌধুরী তন্ময়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান। সভায় ফরিদা ইয়াসমিন বলেন, পাসপোর্ট করতে গিয়ে এবং ইমিগ্রেশনে মানুষ যে সমস্যার শিকার হন তা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে পিআইআরএফ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর