মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আকাশে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ড্রোন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আকাশে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ড্রোন

আকাশে উড়ল বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের তৈরি করা ড্রোন। গতকাল দুপুরে প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের আকাশে নিজেদের তৈরি ড্রোন উড্ডয়নের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক। সিএসই বিভাগের শিক্ষার্থী মো. সোহেল মাহামুদ, আহম্মদ সাবির, জুবায়ের আবদুল্লাহ জয়, আবু সাঈদ মো. আফ্রিদি ও মীর সামিউর রহিম সাদ দীর্ঘ প্রচেষ্টায় এ ড্রোন তৈরি করেন। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে সফল এ উড্ডয়নের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। এ সময় শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের সময় উপাচার্য শিক্ষার্থীদের এ উদ্যোগকে স্বাগত জানান এবং সমৃদ্ধি কামনা করেন। ড্রোনটি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার কাজে ব্যবহার করা যেতে পারে বলেও তিনি মত প্রকাশ করেন। উদ্বোধনের পর ড্রোনটি উড়িয়ে দেখান কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী জুবায়ের আবদুল্লাহ জয়।

সর্বশেষ খবর