মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

স্কুল বন্ধ করে আওয়ামী লীগ নেতার শোডাউনে শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর দুর্গাপুরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মজিদ। গতকাল দুপুরে দুর্গাপুর ডিগ্রি কলেজ মাঠ থেকে শোডাউন শুরু করে পুরো উপজেলায় শোডাউন দেওয়ার কথা থাকলেও পরে আমগাছী পর্যন্ত শোডাউন দিয়ে পুনরায় দুর্গাপুর সদরে ফিরে যান। রবিবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা হওয়ার পর গতকাল দুপুরে আওয়ামী লীগ নেতা আবদুল     মজিদের মোটরসাইকেল শোডাউনকে অনেকেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে মনে করছেন। মোটরসাইকেল শোডাউনে যোগ দিতে রবিবার সন্ধ্যায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাপ দেওয়া হয়। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা প্রতিষ্ঠান খোলা রেখেই শোডাউনে যোগ দিলেও জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজাহান আলী বিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষকদের নিয়ে শোডাউনে অংশ নেন। তবে প্রধান শিক্ষক সাজাহান আলী শোডাউনে যাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘প্রয়াত সাবেক এমপি তাজুল ইসলাম মোহাম্মাদ ফারুকের কবর জিয়ারতের জন্য বিদ্যালয় বন্ধ রাখা হয়েছিল। এজন্য বিদ্যালয় পরিচালনা কমিটির অনুমতি নেওয়া হয়েছে।’

আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ দাবি করেন, ‘প্রয়াত নেতার কবর জিয়ারতের জন্যই তিনি বের হয়েছিলেন। কোনো শোডাউন করেননি।’

 

সর্বশেষ খবর