মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধু সেতুর ঋণশোধ ২০৩৪ সালে সম্পন্ন হবে : কাদের

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে (গত ডিসেম্বর পর্যন্ত) ৪ হাজার ৯৮৮ কোটি ৩৭ লাখ টাকা টোল আদায় হয়েছে। আদায়কৃত এই টোলের টাকা থেকে সেতুর রক্ষণাবেক্ষণ ব্যয়সহ  সেতু কর্তৃপক্ষের  আনুষঙ্গিক ব্যয় নির্বাহের পর এ সেতু নির্মাণে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর ঋণ পরিশোধ করা হয়ে থাকে। ১৯৯৮ সালে সমাপ্ত এই সেতুর নির্মাণ ব্যয় হয়েছে  ৩ হাজার  ৭৪৫ কোটি ৬০ লাখ  টাকা। এর মধ্যে গৃহীত ঋণ আদায়কৃত টোলের মাধ্যমে ২০৩৪ সাল নাগাদ পরিশোধ সম্পন্ন হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদের প্রশ্নোত্তর পর্বে মো. মামুনুর রশীদ কিরনের (নোয়াখালী-৩) লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। মন্ত্রী বছর ওয়ারি টোল আদায়ের পরিসংখ্যান তুলে ধরেন। এতে দেখা যায় প্রতি বছর টোল আদায়ের পরিমাণ বাড়ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর