মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
স্বাস্থ্য অধিদফতরে অভিযান

কর্মস্থলে ৭ মাস অনুপস্থিত এক চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য অধিদফতরের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। অভিযানে দুদক টিম জানতে পেরেছে কর্মস্থলে সাত মাস অনুপস্থিত এক চিকিৎসক। তার নাম ডা. মো. আবদুল কাদের (কোড নং-৪২২৬৮)। তিনি অর্থোপেডিকস সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি এ সাত মাসের বেতন-ভাতাদি উত্তোলন করেছেন। তার পদায়িত কর্মস্থল রাঙামাটি জেলার মেডিকেল কলেজে। তিনি স্বাস্থ্য অধিদফতর মহাখালীতে ওএসডি থাকা অবস্থায় নড়াইল সদর হাসপাতালে সংযুক্ত ছিলেন। গতকাল হটলাইনে (১০৬) অভিযোগ পেয়ে দুদক এ অভিযান চালায়। দুদকের মহাপরিচালক (প্রশাসন) মুনীর চৌধুরী জানান, তার নির্দেশে দুদক পরিচালক শফিকুর রহমান ভুঁইয়ার  নেতৃত্বে দুদক টিম সেখানে যায়। তারা সেখানে ডা. কাদেরের অনুপস্থিতির বিষয়টির সত্যতা পেয়েছেন। তিনি বলেন, সরকারি পদে বহাল থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং জনগণকে সেবা না দিয়ে বেতন-ভাতা তোলা সম্পূর্ণ বেআইনি। এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর