বুধবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
নির্বাচনী দামামা বাজছে উপজেলায়

সরগরম রংপুর, কৌশলী প্রচারণায় প্রার্থীরা

শাহজাদা মিয়া আজাদ ও রেজাউল করিম মানিক

জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ না হতেই রংপুরে উপজেলা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। জেলার আট উপজেলার গ্রামীণ হাট-বাজার থেকে শহর-বন্দর সবখানে চলছে নির্বাচনী আলাপচারিতা। সম্ভাব্য প্রার্থীরা বিভিন্নভাবে নিজেদের প্রার্থিতার কথা জানান দিচ্ছেন। ফলে দিন দিন বাড়ছে নির্বাচনী উত্তাপ। প্রায় ৮০ জন সম্ভাব্য প্রার্থীর দৌড়ঝাঁপে এখন সরগরম রংপুর। জানা গেছে, আগামী মার্চে সারা দেশে কয়েক ধাপে উপজেলাগুলোর ভোটগ্রহণ সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। এ উদ্দেশে ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। রংপুরের আট উপজেলার সম্ভাব্য প্রার্থীরা মাঠে দৌড়ঝাঁপের পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও লবিং করতে চেষ্টা করছেন। বিশেষ করে ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন ও প্রতীক পেতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৎপর রয়েছে সম্ভাব্য প্রার্থীদের সমর্থকরা। তারা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে কোথাও কোথাও ব্যানার, পোস্টার ও ফেস্টুন সেঁটেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে অনেকেই কৌশলী গণসংযোগ চালাচ্ছেন। সরেজমিনে দেখা গেছে, সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের প্রস্তুতি হিসেবে কৌশলে ভোটারদের দ্বারে দ্বারে আগাম প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তবে ভোটাররা এখনো কাউকে কথা দিচ্ছে না। তারা বলছে, যাদের দিয়ে এলাকার উন্নয়নের কাজ করা সম্ভব হবে শেষ পর্যন্ত তাদেরই ভোট দেবে।

সর্বশেষ খবর