বুধবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
নির্বাচনী দামামা বাজছে উপজেলায়

দলীয় প্রতীকে রাজশাহীতে বিএনপির ‘না’

কাজী শাহেদ, রাজশাহী

আগামী ১০ মার্চ রাজশাহীর নয়টি উপজেলায় ভোটগ্রহণ। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন কেন্দ্রে। দলীয় মনোনয়ন পেতে চলছে তৎপরতা। তবে উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিচ্ছে না বিএনপি।

বিএনপি নেতাদের দাবি, এই নির্বাচন কমিশনের অধীনে তারা দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেবেন না। তবে আওয়ামী লীগের প্রার্থীদের ফাঁকা মাঠে বিজয়ী হওয়ার সুযোগও ছেড়ে দিচ্ছেন না। স্বতন্ত্র কোনো প্রার্থীকে সমর্থন দিয়ে মাঠে থাকবে বিএনপি। দলটির একাধিক নেতা এমন তথ্য দিয়েছেন। বিএনপির কোনো নেতা যাতে নির্বাচনে অংশ না নেন, তেমন নির্দেশনাও পাঠানো হবে কেন্দ্র থেকে। গত উপজেলা নির্বাচনে রাজশাহীর নয়টি উপজেলার মধ্যে দুটিতে আওয়ামী লীগের প্রার্থী আর সাতটিতে বিএনপি-জামায়াত জোটের প্রার্থীরা বিজয়ী হন। তবে এবার স্থানীয়ভাবে প্রার্থীরা মনোনয়ন চাইলেও জেলার নেতারা নির্বাচনে অংশ নিতে আগ্রহী নন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘এই সরকারের অধীনে ভোট ডাকাতি ছাড়া আর কিছু পাওয়া সম্ভব নয়। বিএনপি শুধু উপজেলা নয়, আগামীতে এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না।’

সর্বশেষ খবর