বুধবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রাজশাহীতে ছয়জনের মৃত্যু নিয়ে রহস্য

অনুসন্ধানে আইইডিআরসি বিশেষজ্ঞ দল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর তানোর উপজেলার বহরইল গ্রামে অজ্ঞাত রোগে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এক সপ্তাহে গ্রামে ছয়জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ রবিবার ভোরে মারা গেছেন এক পল্লী চিকিৎসক। এ ছাড়া রবিবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার নারীসহ আরও ছয়জন। তাদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে অজ্ঞাত রোগের মৃত্যুর কারণ অনুসন্ধানে ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তানোরের বহরইল গ্রামে লোকজনের সঙ্গেও চিকিৎসাধীনদের সঙ্গে কথা বলেছেন। রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিআরসি) বিশেষজ্ঞ দলের প্রধান ডা. আবদুল্লাহ আল ফারুকী জানান, গতকাল সকাল থেকে ওই গ্রামের মানুষের রক্তের নমুনা, পুকুরের পানি ও মাটি সংগ্রহ করেছেন বিশেষজ্ঞ দলের সদস্যরা। ডা. ফারুকী জানান, রোগের কারণ এখনো বের করতে পারেননি। নমুনা সংগ্রহ করে সেগুলো গবেষণাগারে পাঠাচ্ছেন। গত সপ্তাহের শনিবার নুরী বিবি (৬৫), জনাব আলী (৪৫) ও চার দিনের এক শিশু মারা যায়। এর একদিন পর সোমবার সমসের আলী (৬৫) ও শনিবার রাহেলা বেগম (৪৮) মারা যান। রবিবার মারা যান পল্লী চিকিৎসক ইমাম আলী বাবু (৩৮)। তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. রোজিয়ারা খাতুন জানান, অজ্ঞাত এ রোগে এক সপ্তাহে ছয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে ডা. রোজিয়ারা খাতুন জানান, সুস্থ মানুষের হঠাৎ বুক জ¦ালা, শরীরে ব্যথা ও ঝাঁকুনি শুরু হচ্ছে। এরপর জ্ঞান হারিয়ে ফেলছে। মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে একইভাবে। গ্রামবাসীকে আতঙ্ক না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। রবিবার সকালে ওই গ্রাম পরিদর্শনকারী সিভিল সার্জন ডা. সঞ্জিত কুমার সাহাসহ স্বাস্থ্য কর্মকর্তারা। এ রোগ সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি। জেলা প্রশাসক এস এম আবদুল কাদের জানান, চিকিৎসক দল রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নীরিক্ষা করবেন। এরপরেই জানা যাবে কি রোগে তারা মারা গেছেন। বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, এক সপ্তাহ ধরে অজ্ঞাত রোগে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের গ্রামেও।

তানোর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বী বলেন, এখনো জানা যায়নি মৃত্যুর কারণ। তবে ঢাকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক টিম এসেছে। তারা পরীক্ষা-নিরীক্ষার পর মৃত্যুর কারণ জানা যাবে।

সর্বশেষ খবর