শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
প্রতিটি টিউব চওড়ায় হবে ৩৫ ফুট এবং উচ্চতায় প্রায় ১৬ ফুট

শুরু হচ্ছে কর্ণফুলী টানেলের মূল কাজ

সব প্রস্তুতি শেষ, ২৪ ফেব্রুয়ারি নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

শুরু হচ্ছে কর্ণফুলী টানেলের মূল কাজ

এবার শুরু হচ্ছে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল নির্মাণের মূল কাজ। আগামী ২৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এ কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পস্থানে গিয়ে টানেল বোরিং মেশিন (টিবিএম) দিয়ে খনন কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। জানা যায়, নদীগর্ভে খননের মূল যন্ত্র টানেল বোরিং মেশিন তৈরি হয়েছে চীনে। গত বছরের এপ্রিল-মে মাসে এগুলো দেশে আসে। ছোট ছোট আকারে এনে দেশেই সংযোজন করা হয়। বোরিং মেশিন স্থাপনের জন্য টানেল মুখের দুই প্রান্তে জেটি নির্মাণ করা হয়েছে। প্রকল্পে মোট ভূমির পরিমাণ প্রায় ৩৮৩ একর। ইতিমধ্যে অধিগ্রহণ করা হয়েছে ২৩২ একর। এর আগে ২০১৬ সালের ১৪ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে এ টানেল নির্মাণ কাজের যৌথভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনা রাষ্ট্রপতি শিং জিনপিং। উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) ড. অনুপম সাহা বলেন, ‘টানেলের বোরিং মেশিন স্থাপনের প্রস্তুতি শেষ। প্রধানমন্ত্রী এটির নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দফতর থেকে সম্মতিও পাওয়া গেছে।’ জানা যায়, কর্ণফুলীর তলদেশে দুটি টিউব নির্মাণ করা হবে। এর একটি দিয়ে গাড়ি শহর প্রান্ত থেকে প্রবেশ করবে, আরেকটি টিউব দিয়ে ওপার থেকে শহরের দিকে আসবে। টানেলের প্রতিটি টিউব চওড়ায় হবে ৩৫ ফুট এবং উচ্চতায় প্রায় ১৬ ফুট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর