শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে প্রথমবারের মতো বৃহত্তর পরিসরে বইমেলা

চলবে পুরো ফেব্রুয়ারি মাস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে প্রথমবারের মতো বৃহত্তর পরিসরে অনুষ্ঠিত হবে বইমেলা। ১০ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে মেলা অনুষ্ঠিত হবে। মেলা নিয়ে বইপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে আয়োজিত এ মেলায় যুক্ত থাকছেন বিভিন্ন প্রকাশক, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, শিল্পীরা। জানা যায়, অতীতে চট্টগ্রামে ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ এবং ১৬ ডিসেম্বরে ছোট্ট ছোট্ট পরিসরে ভিন্ন ভিন্ন স্থানে বইমেলা আয়োজন করা হতো। এসব বইমেলা থাকত অনেকটা প্রাণহীন। দেখা মিলত না পাঠক-ক্রেতার। নিষ্প্রাণ সেসব মেলায় অংশ নিত না নামি-দামি প্রকাশনা সংস্থাগুলো। থাকত না পাঠক চাহিদার কাক্সিক্ষত বই। কিন্তু এবার চসিকের উদ্যোগে বছরে একবার বড় পরিসরের বইমেলা করার উদ্যোগ গ্রহণ করলে নতুন করে প্রাণ পাওয়ার আশা করছেন বইপ্রেমীরা। ইতিমধ্যে ১১৫টি প্রকাশনা সংস্থা মেলায় অংশগ্রহণ করতে আবেদন করে। বইমেলা কমিটির আহ্বায়ক ও চসিকের শিক্ষা-স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নাজমুল হক ডিউক বলেন, ‘মেলার প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ। আশা করছি এবার চট্টগ্রামে ব্যতিক্রমী একটা বইমেলা হবে। ইতিমধ্যে ঢাকার প্রতিষ্ঠিত ৫৫টি প্রকাশনা সংস্থা স্টল বরাদ্দের আবেদন করেছে। চট্টগ্রাম থেকেও অর্ধশতাধিক সংস্থা আবেদন করেছে।’ মেলা কমিটির সমন্বয়ক ও চসিক উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু বলেন, এবারের মতো আগামীতেও চসিকের আয়োজনে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থান, অভিন্ন আঙ্গিক এবং বৃহত্তর পরিসরে বইমেলার আয়োজন করা হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর