শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতার অপব্যবহার, বিশ্বাসভঙ্গ ও রাষ্ট্রীয় সম্পদ আর্থিকভাবে ক্ষতি করার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদক এ অনুমোদন দেয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের জানিয়েছেন। ২০১৭ সালের ১৭ অক্টোবর বগুড়ার আদমদীঘি থানায় দায়ের হওয়া মামলায় লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে  জুট করপোরেশনে জমি বিক্রি করে রাষ্ট্রের প্রায় ৪১ লাখ টাকার ক্ষতির অভিযোগ আনা হয়েছিল। এ মামলার আরেক আসামি জনৈক বেগম জাহানারা রশিদ। ওই মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা ছিলেন দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম। তদন্ত শেষে সম্প্রতি চার্জশিট অনুমোদন চেয়ে আবেদন করা হয়। শিগগিরই চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর