শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জাতিসংঘের নয় মিশনে ৬ হাজার ৬৮৯ জন নিয়োজিত

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের নয় মিশনে ৬ হাজার ৬৮৯ জন নিয়োজিত

সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, জাতিসংঘের নয়টি মিশনে শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য এবং পুলিশ বাহিনীর ৬ হাজার ৬৮৯ জন সদস্য নিয়োজিত রয়েছেন। এর মধ্যে সেনাবাহিনীর ৫ হাজার ১৯৮ জন, নৌবাহিনীর ৩৪৭ জন, বিমান বাহিনীর ৪৯৮ জন ও পুলিশ বাহিনীর ৬৪৬ জন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক নিয়োজিত রয়েছেন কঙ্গোয় ১ হাজার ৯২০ জন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে গতকাল সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে নিজাম উদ্দিন হাজারীর (ফেনী-২) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মুক্তিযোদ্ধাদের তালিকা টাঙিয়ে রাখা হবে সংসদে : জাতীয় সংসদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত হলে তা টাঙিয়ে রাখা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল প্রশ্নোত্তর পর্বে আনোয়ারুল আবেদীন খানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। একই প্রশ্নকর্তার সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইউনিয়নের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ, পৌরসভার ক্ষেত্রে ওয়ার্ডের সামনে মুক্তিযোদ্ধার তালিকা লিখে দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার জন্য সিদ্ধান্ত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর