শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল দাবিতে আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে গতকাল সন্ধ্যায় রাজধানীর শাহবাগ অবরোধ করে আন্দোলনকারীরা। কোটা পুনর্বহালসহ ছয় দফা দাবি মেনে নিতে সাত দিনের আলটিমেটাম দিয়ে অবরোধের পাঁচ ঘণ্টা পর কর্মসূচি স্থগিত করেছে ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম’।

সংগঠনটির অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সনেট মাহমুদ গতরাত সাড়ে ৯টায় বলেন, জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা এই কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত করেছি। এর মধ্যে আমাদের দাবিগুলো  মেনে নেওয়া না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দেব। তাদের দাবিগুলোর মধ্যে বঙ্গবন্ধু পরিবারসহ মুক্তিযোদ্ধা পরিবারের অবমাননাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও পারিবারিক সুরক্ষা আইন প্রণয়ন রয়েছে। জানা যায়, সোনালী ব্যাংকের নিয়োগ পরীক্ষা ছিল গতকাল। পরীক্ষা শেষে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের শিক্ষার্থীরা শাহবাগ জাদুঘরের গেট ও পাবলিক লাইব্রেরির সামনে জড়ো হতে থাকে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।  শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস জানান, আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিলেও কোনো বিশৃঙ্খলা হয়নি।

সর্বশেষ খবর