রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ময়ূর নদের অবৈধ দখল চিহ্নিত করতে জরিপ শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার ময়ূর নদসহ সংযুক্ত ২২টি খালের অবৈধ দখল উচ্ছেদে জরিপ শুরু হয়েছে। আজ থেকে নগরীর বাগমারা ও শ্মশানঘাট এলাকায় নদ দখলকারীদের চিহ্নিত করতে একই সঙ্গে চারটি টিম মাঠে নামছে। প্রথম পর্যায়ে নদের দুই পাড়ের দখল হওয়া জমি ও অবৈধ স্থাপনার তালিকা তৈরি করা হবে।

এর আগে ২০০৯ সালে খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে নদের অবৈধ দখল উচ্ছেদে জরিপ ও তালিকা তৈরি করা হয়। কিন্তু নানা বাধায় সেসব সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। জানা যায়, অবৈধ দখলের কারণে নগরীর সাহেব খালী খাল, বাটকেমারী খাল, ছড়িছড়া খাল, ময়ূর নদ, মন্দার খাল, হরিণটানা খাল, ছোট বয়রা শ্মশানঘাট খাল ও মজুমদারের খাল ৮০ থেকে ৯০ শতাংশ দখল হয়ে গেছে। অবৈধ দখলের কারণে খালের আয়তন কমে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। ফলে প্রতি বর্ষা মৌসুমে শহরের বড় অংশজুড়ে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। কেসিসির বৈষয়িক কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার জানান, নদসহ খালের অবৈধ দখলদারদের চিহ্নিত করতে যৌথ জরিপ শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে ময়ূর নদ ও খুদে খালে জরিপ চালানো হবে। খুলনা সদর, বটিয়াঘাটা, ডুমুরিয়া ও দিঘলিয়া উপজেলার সীমানা দিয়ে এসব নদ ও খাল প্রবাহিত হওয়ায় ওইসব উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে চারটি টিম করা হয়েছে। এদিকে জমি পরিমাপের বিষয়ে নদের পাশের জমির মালিকদের আপত্তি থাকলে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। এ ছাড়া সরকারি এই টিমের পাশাপাশি কেউ যদি নিজস্ব সার্ভেয়ার দিয়ে জমি মাপ দিতে চায় সে উদ্যোগও কমিটিকে জানাতে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর