রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

হুমকি দিলে দ্বিগুণ উচ্ছেদ : ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘কর্ণফুলীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় কেউ হুমকি দিলেই ডাবল উচ্ছেদ করা হবে। হুমকি দিয়ে কেউই পার পাবে না। যার সাহস আছে সে হুমকি দেয়? এখন আগের বাংলাদেশ নেই। এটা একুশ শতকের বাংলাদেশ। এখান আমাদের ইনটেলিজেন্স বিভাগ ভেরি স্ট্রং। কেউ হুমকি দেবে, আমরা আমলে নেব- এমন হবে না। অভিযান চলবেই। অবৈধ কোনো স্থাপনা থাকতেই পারবে না।’

গতকাল বিকালে নগরের মাঝির ঘাট এলাকায় কর্ণফুলীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, ‘অনেকে মনে করছেন, উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। তারপর মনে হয় উচ্ছেদকাজ বন্ধ হয়ে যাবে। নো, এটা কখনো হবে না। আমি থাকতে কাজ বন্ধ করতে দেব না। আমি প্রতিদিনই জেলা প্রশাসকের সঙ্গে অভিযান নিয়ে কথা বলছি। কাজ শুরু হয়েছে। কাজ শেষ হবেই। কর্ণফুলী নদীকে ঘিরে যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করা হবে।’ তিনি বলেন, ‘অবৈধ কোনো স্থাপনাই থাকবে না। তবে এখানে কিছু বিষয় আছে। অবৈধ স্থাপনার মধ্যে একটা কোল্ড স্টোরেজ আছে। এতে ব্যবসায়ীরা কয়েক হাজার টন মাছ স্টকে রাখেন। ব্যবসায়ীদের ক্ষতি করে কোনো কাজ করলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। তাদের কোল্ড স্টোরেজ সরিয়ে নিতে সময় দেওয়া হবে।’

ভূমিমন্ত্রী বলেন, ‘পর্যায়ক্রমে দেশের সব নদ-নদীর অবৈধ দখল উচ্ছেদ করা হবে। গত বৃহস্পতিবার আমি পাঁচটি বিভাগের কমিশনারের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছি। তাদের বলেছি, প্রতি মাসেই অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং অবৈধভাবে দখলে থাকা ভূমি উদ্ধারের তথ্য দিতে।’

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘আমরা রূপকল্প-২০২১ কিংবা রূপকল্প-২০৪১-এর কথা বলছি। এর মানে কী? এসব বই-খাতা কিংবা ফাইলের কোনো বিষয় নয়। এসব কথার কথাও নয়। রূপকল্প কাজের মধ্য দিয়ে, মাইন্ড “সেট আপ”-এর মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে।’

তিনি বলেন, ‘এখানে আমরা দেশের জন্য কাজ করছি। জনগণের জন্য কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান দেশকে সামনে এগিয়ে নিতে, একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে। সবার সহযোগিতার মাধ্যমেই তা সম্ভব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর