রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কামরুন্নেসা কেন্দ্রে ক্যালকুলেটর বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর টিকাটুলী কামরুন্নেসা সরকারি গার্লস হাইস্কুল কেন্দ্রে গতকাল ক্যালকুলেটর বিভ্রান্তিতে পড়েছে পরীক্ষার্থীরা। বিভিন্ন মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর কেন্দ্রের পরিদর্শকরা শিক্ষার্থীদের ব্যবহার করতে দেননি। ফলে অনেক ছাত্রছাত্রী গতকালের গণিত পরীক্ষায় পূর্ণ নম্বরের উত্তর করতে পারেনি। এতে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।  ওয়ারীতে সিলভারডেল প্রিপারেটরি গার্লস হাইস্কুলের ৮০ জন শিক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র কামরুন্নেসা সরকারি হাইস্কুল। তারা এফএক্স ৯৯১ ইএক্স প্লাস ক্যালকুলেটর নিয়ে গেলে কেন্দ্রে তা ব্যবহার করতে দেননি কক্ষ পরিদর্শকরা। পরীক্ষা শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা সিলভারডেল প্রিপারেটরি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক সাইদুর রহমান সরকারের কাছে এ ব্যাপারে অভিযোগ করেন। তবে কেন্দ্র সচিব প্রধান শিক্ষককে জানান, নির্দেশনা অনুযায়ী সাধারণ ক্যালকুলেটরগুলো ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পেরেছেন। কিছু সায়েন্টিফিক ক্যালকুলেটরে স্মৃতি সংরক্ষণ সুবিধা থাকায় সেগুলো ব্যবহার করতে দেওয়া হয়নি। এদিকে পরীক্ষার্থীদের অভিযোগ, গত ৩ ফেব্রুয়ারি বাংলা দ্বিতীয় পরীক্ষার দিনেও পরীক্ষার্থীদের হাতে প্রথমে ২০১৬ সালের প্রশ্ন বিলি করা হয়। প্রায় ১৭ মিনিট পর শিক্ষার্থীরা বুঝতে পারলে পরে ২০১৯ সালের প্রশ্ন বিলি করা হয়। তবে তাদের অতিরিক্ত কোনো সময় বরাদ্দ দেওয়া হয়নি। এ নিয়েও ক্ষুব্ধ টিকাটুলী কামরুন্নেসা সরকারি গার্লস হাইস্কুলের পরীক্ষার্থীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর