সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এসএসসির তিন পরীক্ষা পেছাল

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব ইজতেমার কারণে চলতি এসএসসি ও সমমানের সব বোর্ডে আগামী ১৬, ১৭ ও ১৮ ফ্রেব্রুয়ারির পরীক্ষা পিছিয়ে দিয়েছে সরকার।

১৬  ফেব্রুয়ারির পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারির পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি এবং ১৮  ফেব্রুয়ারি পরীক্ষা আগামী ২ মার্চ নেওয়া হবে। পরীক্ষার সময় একই থাকবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক গতকাল রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ইজতেমার কারণে এসএসসি ও সমমানের সব বোর্ডের তিন দিনের পরীক্ষা পিছিয়ে নতুন সময় নির্ধারণ করা হয়েছে। ১৬  ফেব্রুয়ারি এসএসসিতে রসায়ন, পৌরনীতি ও নাগরিকত্ব, ব্যবসায় উদ্যোগ; দাখিলে বাংলা প্রথম পত্র; এসএসসি ভোকেশনালে আত্মকর্মসংস্থান, ব্যবসায় উদ্যোগ এবং দাখিল ভোকেশনালে আরবী-২ বিষয়ের পরীক্ষা ছিল। এসব পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি নেওয়া হবে। ১৭ ফেব্রুয়ারি এসএসসিতে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সঙ্গীত এবং দাখিলে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। এসব পরীক্ষা হবে ২৭ ফেব্রুয়ারি। ১৮ ফেব্রুয়ারি এসএসসিতে জীব বিজ্ঞান, অর্থনীতি; দাখিলে পৌরনীতি ও নাগরিকত্ব, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, উর্দু, ফার্সি, ইসলামের ইতিহাস; এসএসসি ভোকেশনালে ট্রেড-১ দ্বিতীয় পত্রের ২৯টি বিষয় এবং দাখিল ভোকেশনালে ট্র্রেড-১ দ্বিতীয় পত্রের ২৯টি বিষয়ের পরীক্ষা ছিল। এসব পরীক্ষা আগামী ২ মার্চ নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর