শিরোনাম
মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত চার শিশু-কিশোর ও এক তরুণীর পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে হাই কোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একটি রিটের শুনানি নিয়ে গতকাল বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। পাশাপাশি মামলার পরবর্তী আদেশের জন্য আগামী ১৯ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। আদালতের আদেশে নুসরাত চৌধুরী, ফাইজা তাহসিনা, মিরাজ খান, লিজা আক্তার ও আহমেদ রিফাতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এ ছাড়া ওই পাঁচ পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ এবং সড়ক দুর্ঘটনা রোধে সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানসহ ১৮ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল হালিম। গত ৬ ফেব্রুয়ারি উত্তরায় মাইক্রোবাসের ধাক্কায় ফাইজা তাহমিনা নিহত হয়। এ ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় সম্প্রতি বাকি চারজন নিহত হন।

 

সর্বশেষ খবর