শিরোনাম
মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নিজ বাসা থেকে হোল্ডিং ট্যাক্স পুনর্মূল্যায়ন শুরু করলেন আরিফ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

নিজের বাসা থেকে সিলেট সিটি করপোরেশন এলাকার হোল্ডিং ট্যাক্স পুনর্মূল্যায়ন (জেনারেল রি-অ্যাসেসমেন্ট) কার্যক্রম শুরু করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল সকালে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের কুমারপাড়াস্থ নিজ বাসার পুনর্মূল্যায়ন ফরম গ্রহণের মধ্যদিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পাঁচ বছর পর পর এ হোল্ডিং ট্যাক্স পুনর্মূল্যায়ন করার বিধান থাকলেও দীর্ঘ প্রায় ১৩ বছরেও এ কার্যক্রমের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ১৩ বছর পর মেয়র     আরিফ আবারও এই উদ্যোগ হাতে নিলেন। প্রথম দিনে সিটি করপোরেশনের ১, ২, ৪, ১৫, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে ৬টি টিমের সমন্বয়ে নতুন এবং পুরাতন বাসা-বাড়ির বিবরণ ও বাণিজ্যিক ভবন, স্থাপনা, জমির পরিমাণসহ বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য রি-অ্যাসেসমেন্ট ফরম বিতরণ করা হচ্ছে। ফরম পাওয়ার পর তা পূরণ করে সাত দিনের মধ্যে নগর ভবনের অ্যাসেসমেন্ট শাখায় জমা দিতে হবে। এ কার্যক্রম পর্যায়ক্রমে নগরীর ২৭টি ওয়ার্ডে চলবে। ফলে রাজস্ব বাড়বে সিটি করপোরেশনের। কার্যক্রমের উদ্বোধনকালে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘রি-অ্যাসেসমেন্ট কাজে সংশ্লিষ্টদের কোনো অনিয়ম-গাফিলতি বরদাশত করা হবে না। এ কাজে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কোনো অনিয়মের অভিযোগ থাকলে সরাসরি তাকে জানানোর অনুরোধ করেন।’

 

সর্বশেষ খবর