মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এসিটি শিক্ষকদের অনশন অব্যাহত

নবম দিনে ১১ শিক্ষক অসুস্থ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাবের সামনে সেকায়েপ প্রজেক্টের অতিরিক্ত শ্রেণি (এসিটি) শিক্ষকদের আন্দোলন কর্মসূচি চলছেই। চাকরি স্থায়ীকরণের দাবিতে গতকাল তারা নবম দিনের মতো কর্মসূচি পালন করেছেন। টানা অনশনে গতকাল ১১ জন এসিটি শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। গত ৩ ফেব্রুয়ারি থেকে তারা বাংলাদেশ এসিটি অ্যাসোসিয়েশনের ব্যানারে কর্মসূচি পালন করছেন। গত বৃহস্পতিবার থেকে তারা টানা অনশন চালিয়ে আসছেন।

অসুস্থ শিক্ষকদের মধ্যে ঠাকুরগাঁওয়ের ইউসুফিয়া দাখিল মাদ্রাসার হালিমা খাতুন, বরগুনার পুরাকাটা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মোহাম্মদ সাফায়েত, যশোর কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আজহারুল ইসলাম, নোয়াখালীর জাহাজমারা মহিলা দাখিল মাদ্রাসার ফখরুল ইসলাম রয়েছেন। জানা গেছে, দারিদ্র্যপীড়িত ও দুর্গম এলাকায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া কমাতে ২০১৫ সালে ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রজেক্টের আওতায় নিয়োগ দেওয়া হয় ৫ হাজার ২০০ শিক্ষক। প্রকল্প শেষে এসিটিদের এমপিও সিস্টেমে অন্তর্ভুক্তিসহ যাবতীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু প্রকল্পটি শেষ হওয়ার পর তাদের স্থায়ীকরণের আর কোনো দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। তাই তারা আন্দোলনে নেমেছেন। অনশনকারীরা বলেন, ১৪ মাস ধরে বিনা বেতনে পাঠদান করে আমরা ক্লান্ত। বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছি। গতকাল বিকালে এসিটি শিক্ষকদের অনশন কর্মসূচিতে এসে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন এমপি মুস্তফা লুৎফুল্লাহ।

অনশনরত শিক্ষকদের দাবি দ্রুত মেনে নিতে সরকারের কাছে আহ্বান জানান তিনি ।

সর্বশেষ খবর