বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এক বাসায়ই তৈরি হয় ১০ ব্র্যান্ডের ঘি

ভেজালবিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

লাল সার, ডালডা, পামওয়েল, ফ্লেভার, ক্ষতিকর রংসহ বিভিন্ন উপকরণ দিয়েই তৈরি করা হচ্ছে নামকরা দশটি ব্র্যান্ডের ঘি। একটি ভবনের পৃথক দুই কারখানায় তৈরি এসব ঘি আবার বাজারজাতও করা হচ্ছে। গতকাল দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর ১১ মাইল এলাকার কবির চেয়ারম্যানের ভাড়া বাসায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব ভেজাল ঘি তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ২০০ লিটার ভেজাল ঘি জব্দ করা হয়। এর আগে গত সোমবার দুপুরে একই বাসার আরেক কারখানায় অভিযান চালিয়ে ১৫০০ লিটার ভেজাল ঘি ধ্বংস করা হয়।

মুহাম্মদ রুহুল আমিন বলেন, ‘জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন উপকরণ দিয়ে  বাঘাবাড়ি স্পেশাল খাঁটি গাওয়া ঘি, গোল্ডেন এসপি, গোল্ডেন পি এস, গোল্ডেন স্পেশাল, শাল ঘি, থ্রি স্টার, আরএস রাজেশ ঘোষ সুপারসহ অন্তত ১০টি ব্র্যান্ডের ঘি এসব             কারখানায় তৈরি করে বাজারজাত করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভেজাল ঘি তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত লাল সার, ডালডা, পামওয়েল, ফ্লেভার, ক্ষতিকর রংসহ বিভিন্ন উপকরণ জব্দের পাশাপাশি ১ হাজার ২০০ লিটার ভেজাল ঘি নষ্ট করা হয়। তবে কারখানার মালিক পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি।’

 তিনি বলেন, ‘ভেজাল ঘি’র কারখানা সন্ধানের পর সেগুলো বাজারে বিক্রি হয় কিনা যাচাই করতে হাটহাজারী সদরের কয়েকটি মুদির দোকানে যাই। বাজারেও এসব ভেজাল ঘি পাওয়া গেল। এসব ভেজাল কারখানাসহ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সবকিছুর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর