বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ওরা বৈঠক করে ছিনতাইয়ের পরিকল্পনা করত

পুলিশি অভিযানে আটক ছয়

নিজস্ব প্রতিবেদক, সিলেট

রাতে দলবল নিয়ে বৈঠকে বসত তারা। এরপর ঠিক হতো স্পট। কোন গ্রুপ কখন কোথায় ছিনতাই করবে সে সিদ্ধান্ত হতো ওই বৈঠকে। নিরাপদে বৈঠক করা ও ছিনতাইর টাকা ভাগবাটোয়ার জন্য তারা ভাড়া নিয়েছিল বিশাল বাসা। কিন্তু শেষ পর্যন্ত ‘নিরাপদ’ আস্তানা আর নিরাপদ থাকেনি। পুলিশ হানা দিয়ে ওই বাসা থেকে আটক করেছে চক্রের মূলহোতা ৩৩ মামলার আসামিসহ ৬ জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল ও বেশ কিছু ধারালো অস্ত্র। গতকাল তাদের জেলহাজতে পাঠানো  হয়। ওই ছিনতাইকারী চক্রের মূলহোতা ছাত্রদল নেতা নাবিন রাজা চৌধুরী। সে সিলেট নগরীর সুবিদবাজার নূরানী ৪২ নম্বর বাসার ফরহাদ রেজা চৌধুরীর ছেলে। আটককৃত তার সহযোগীরা হচ্ছে- খাসদবির এলাকার ফাহিম আহমদ, জামিল আহমদ, ইশতিয়াক আহমদ, আবদুল্লাহ আল মামুন ও খায়রুল আলম। সূত্র জানায়, গত কয়েকদিন ধরে সিলেট নগরীতে ছিনতাই বেড়ে যায়। বিশেষ করে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে ছিনতাইর ঘটনা ঘটছিল। স্কুলগামী শিক্ষার্থীদের অভিভাবক ও নারী কর্মজীবীরাই বেশি ছিনতাইর শিকার হচ্ছিলেন। অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা নারীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিচ্ছিল। এ অবস্থায় পুলিশও তৎপর হয়ে ওঠে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর খাসদবির বন্ধন এফ-৭ নম্বর বাসায় অভিযান চালিয়ে পুলিশ ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, ২টি চাপাতি, ১২টি ছোরা ও দুটি মোটরসাইকেল।

পুলিশ জানায়, ছিনতাইকারী চক্রের সদস্যরা ছিনতাইর আগে রাতে ওই বাসায় বৈঠক করত। বৈঠকে বসে তারা নির্ধারণ করতো ছিনতাইর স্পট ও সময়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর